ঈদ যাত্রায় যেসব বিষয় অবশ্যই খেয়াল রাখবেন।

ঈদ যাত্রায় যেসব বিষয় অবশ্যই খেয়াল রাখবেন।

পড়তে সময় লাগবে: 2 মিনিট...

জীবিকার তাগিদে আমাদের থাকতে হয় আপন ঠিকানা ছেড়ে। তেমন কোন উপলক্ষ্য ছাড়া আমদের বাড়ি ফেরা হয় না। এই সকল উপলক্ষ্যের মধ্যে ঈদ অন্যতম, ঈদকে কেন্দ্র করে আমরা ফিরে চলি আপন ঠিকানায়। পথে শত কষ্ট ও বিড়ম্বনা জানা সত্ত্বেও আমরা ফিরে যাই আপন মানুষ গুলোর কাছে। যাত্রা পথে আমাদের ঘটতে পারে নানা অপ্রত্যাশিত দুর্ঘটনা, এই দুর্ঘটনা থেকে নিজেদের রক্ষার্তে রাখতে হয় বাড়তি সতকর্তা। যাত্রা পথে আমাদের থাকতে হবে একটু বেশি সচেতন।

বাসে ঈদ যাত্রায় যেসব বিষয় অবশ্যই খেয়াল রাখবেনঃ

  • অতিরিক্ত যাত্রী হয়ে বাস ভ্রমন থেকে বিরত থাকুন।
  • বাসের ছাদে ভ্রমন করা খুবই বিপদজনক তাই ছাদে ভ্রমন থেকে বিরত থাকুন।
  • ব্যাগে নিজের নাম, ঠিকানা লিখে রাখুন।
  • মানি ব্যাগে সব টাকা না রেখে অন্যত্র আলাদা আলাদা করে রাখুন।
  • পানিসহ প্রয়োজনীয় ঔষধপত্র সাথে রাখুন।
  • শিশু, বৃদ্ধ ও গর্ভবতী মহিলাদের দিকে আলাদাভাবে খেয়াল রাখুন।
  • অপরিচিত কারো দেয়া খাবার খাবেন না।
  • যাত্রাপথে মলম পার্টি ও ছিনতাইকারীদের আনাগোনা বেশি থাকে তাই সতর্ক থাকুন।
  • টিকেট সঙ্গে নিয়েছেন কিনা একবার চেক করুণ।
  • বাসে উঠার ও নামার সময় সাবধানতা অবলম্বন করুণ।
  • ড্রাইভার অতিরিক্ত গতিতে গাড়ি চালালে কিংবা মোবাইল ফোনে কথা বললে সবাই মিলে তাঁকে তা থেকে বিরত করুণ।
  • যাত্রা বিরতিতে সাবধানতা অবলম্বন করুণ। কিছু রেখে গেলেন কিনা লক্ষ্য করুণ।
  • রাতের বেলা যাত্রা কালে সাবধানতা অবলম্বন করুণ।
  • জানালা দিয়ে মাথা বা হাত বের করে রাখবেন না।
  • বৈরি অবহাওয়ায় বা বিপদ আপদে হা –হুতাশ না করে স্রষ্টাকে স্মরণ করুণ।
  • বড় ধরনের বিপদে জরুরি সেবার জন্য ৯৯৯ এ কল করুণ।

লঞ্চে ঈদ যাত্রায় যেসব বিষয় অবশ্যই খেয়াল রাখবেনঃ

  •  অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চ ভ্রমন থেকে বিরত থাকুন।
  • লঞ্চের ছাদে ভ্রমন করা খুবই বিপদজনক তাই ছাদে ভ্রমন থেকে বিরত থাকুন।
  • সাঁতার জানা না থাকলে অবশ্যই লাইফ জ্যাকেট সাথে রাখুন।
  • লঞ্চ টার্মিনালে থাকা অবস্থায় বাড়তি  সতর্কতা অবলম্বন করুণ।
  • ব্যাগে নিজের নাম, ঠিকানা লিখে রাখুন।
  • মানি ব্যাগে সব টাকা না রেখে অন্যত্র আলাদা আলাদা করে রাখুন।
  • অপরিচিত কারো দেয়া খাবার খাবেন না।
  • যাত্রাপথে মলম পার্টি ও ছিনতাইকারীদের আনাগোনা বেশি থাকে তাই সতর্ক থাকুন।
  • পানিসহ প্রয়োজনীয় ঔষধপত্র সাথে রাখুন।
  • শিশু, বৃদ্ধ ও গর্ভবতী মহিলাদের দিকে আলাদাভাবে খেয়াল রাখুন।
  • সময়ে-অসময়ে লঞ্চের একেবারে কিনারায় যাবেন না।
  • দুর্যোগ মুহূর্তে লঞ্চে ধীর স্থির হয়ে বসে থাকুন। স্থান পরিবর্তন করলে ভারসাম্য হারিয়ে বিপদ ঘটতে পারে।
  • বৈরি অবহাওয়ায় বা বিপদ আপদে হা –হুতাশ না করে স্রষ্টাকে স্মরণ করুণ।
  • বড় ধরনের বিপদে জরুরি সেবার জন্য ৯৯৯ এ কল করুণ।

ট্রেনে ঈদ যাত্রায় যেসব বিষয় অবশ্যই খেয়াল রাখবেনঃ

  • অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকুন।
  • ট্রেনের ছাদে ভ্রমণ খুবই বিপজ্জনক তাই ছাদে ভ্রমণ থেক বিরত থাকুন।
  • ব্যাগে নিজের নাম, ঠিকানা লিখে রাখুন।
  • মানিব্যাগে সব টাকা না রেখে অন্যত্র আলাদা আলাদা করে রাখুন।
  • পানি সহ প্রয়োজনীয় ঔষুধপত্র সঙ্গে রাখুন।
  • শিশু, বয়স্ক, এবং গর্ভবতী মহিলাদের প্রতি আলদাভাবে খেয়াল রাখুন।
  • অপরিচিত কার দেয়া খাবার খাবেন না।
  • যাত্রাপথে মলম পার্টি ও ছিনতাইকারীদের আনাগোনা বেশি থাকে তাই সতর্ক থাকুন।
  • টিকিট সঙ্গে নিয়েছেন কি না একবার চেক করুন।
  • ট্রেনে উঠা নামার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন।
  • জানালা দিয়ে হাত বা মাথা বের করে রাখবেন না।
  • ট্রেন স্টেশনে সাবধানতা অবলম্বন করুন। কিছু ফেলে গেলেন কিনা লক্ষ্য করুন।
  • একদল দুষ্কৃতিকারী ট্রেনে পাথর ছুরে মারে তাই রাতে জানালা বন্ধ রাখুন।
  • কানে হেডফোন লাগিয়ে প্লাটফর্ম বা ট্রেন লাইনে হাঁটাহাঁটি করবেন না।
  • বৈরি আবহাওয়া বা বিপদে-আপদে হা-হুতাশ না করে স্রষ্টাকে স্মরণ করুন।
  • বড় ধরনের বিপদে জরুরী সেবার জন্য ৯৯৯ নাম্বারে কল করুন।

 130 total views,  1 views today

Share your vote!


Related Posts

To Buy Prohori

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

© 2024