আপনার পাশেই এডিস মশার আবাসস্থল নয় তো!

আপনার পাশেই এডিস মশার আবাসস্থল নয় তো!

পড়তে সময় লাগবে: 4 মিনিট...

ডেঙ্গু- এই শব্দটা শুনলেই এখন আতঙ্ক কাজ করে। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ এতটাই বেড়েছে যে, বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু পূর্বের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। ডেঙ্গুর আক্রমনে এই বছর সারা দেশে মারা গিয়েছে অর্ধশতকের বেশি মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশনস অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৬ অগাস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৯৯৯ জন।

ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিশ মশার মাধ্যমেই ডেঙ্গু রোগ ছড়ায়। মশারা যেহেতু পানিতে ডিম পাড়ে তাই বর্ষাকালে এই রোগের প্রকোপ অন্যান্য সময়ের চাইতে বেশি থাকে। ডেঙ্গু মশা দমন করতে পারলেই ডেঙ্গু রোগ থেকে দূরে থাকা সম্ভব। আরেকটা ব্যাপার খেয়াল করতে হবে- এডিস মশা ময়লা পানিতে ডিম পাড়ে না। পরিষ্কার পানিই এডিস মশার জন্য ডিম পাড়ার আদর্শ স্থান। তাই যেসব জায়গায় পরিষ্কার পানি জমে থাকতে পারে সেসব জায়গার পানি জমতে দেয়া যাবে না।

ব্যাক্তিগত গাড়ি এবং পার্কিং স্পেস এর লুকানো জায়গা থেকে ডেঙ্গুতে আক্রন্ত হবার ঝুকি আছে যদি গাড়িতে কিংবা পার্কিং স্পেসের জমে থাকা পানি পরিষ্কার না করা হয়। গাড়ি চলতে যেমন পরিষ্কার পানি প্রয়োজন হয় তেমনি গাড়ির বিভিন্ন জায়গায় কিংবা পার্কিং এর বিভিন্ন স্থানে পানি জমে থাকতে পারে। আপনি যদি এসব জায়গা খেয়াল না করে থাকেন তাহলে এই সকল যায়গায় ডিম পাড়তে পারে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা। আপনি হয়ত ভাববেন গাড়িতে কিংবা পার্কিং স্পেসে এডিস মশা আসবে না, কিন্তু এই ধারণা সঠিক না। গাড়িতে এবং পার্কিং স্পেসে এডিস মশা জন্মাতে পারে। যার কামড়ে দেখা দিতে পারে ডেঙ্গু। তাই আপনার গাড়ি এবং পার্কিং স্পেস যেন এডিস মশার প্রজনন ক্ষেত্র না হয় সে দিকে খেয়াল রাখবেন।

গাড়ির যে সকল বিষয় খেয়াল রাখবেনঃ

গাড়ির সিটের নিচে জমে থাকা পানি:

আরামদায়ক যেই সিটে বসে আপনি ভ্রমণ করেন, সেই সিটের নিচেই জন্মাতে পারে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা। গাড়ি পরিষ্কার করা জন্য আপনি হয়ত প্রায়ই গাড়ি ওয়াশ করে থাকেন। গাড়ি ওয়াশ করার সময় যে পানি ব্যবহার করা হয়ে থাকে, সেই পরিষ্কার পানি অনেক সময় সিটের নিচে জমে থাকতে পারে। এই পানিতে জন্মাতে পারে এডিস মশা। তাই গাড়ির সিটের নিচের দিকটা এই ডেঙ্গুর সিজনে প্রায় প্রতিদিন খেয়াল করে দেখবেন কোন পানি জমে আছে কিনা। পানি জমতে না দিয়ে এই জায়গাটি সবসময় শুষ্ক রাখুন

গাড়ির এসি থেকে লিক হওয়া পানিঃ

এয়ার কন্ডিশন সিস্টেম থেকে যে পরিষ্কার পানি বের হয় সেট তো সকলেই জানেন। মূলত বাতাসের জলীয় বাষ্পকে ঠান্ডা করে বিধায় গাড়ির এসি থেকে পানি তৈরী হয়। আর আমাদের দেশে যেহেতু বাতাসের আদ্রতা অনেক বেশি তাই এই পানি উৎপন্ন হওয়ার হারও বেশি। অনেক সময় গাড়ির এসি থেকে এই পানি লিক হতে পারে। আর এই পানিতেই জন্মাতে পারে এডিস মশা। এখানে এডিসের বংশবিস্তারে ছড়াতে পারে ডেঙ্গু রোগ। তাই গাড়ির এসি থেকে পানি লিক হচ্ছে কিনা, আর সেই পানি কোথাও জমে আছে কিনা প্রতিদিন খেয়াল রাখলে গাড়িতে এডিস মশা বংশ বিস্তার করতে পারবে না।

গাড়ির টায়ারঃ

গাড়ির চাকাতে যে টায়ার লাগানো থাকে সেই টায়ারে সাধারণত পানি জমে থাকতে দেখা যায় না। কিন্তু যেহেতু এখন বর্ষাকাল তাই পানির মধ্যে দিয়ে গাড়ি চালানোর সময় টায়ারের আশেপাশে পানি জমতে পারে। এছাড়া অনেকেই গাড়িতে সেফটি হিসেবে অতিরিক্ত টায়ার রাখেন। যাতে রাস্তাঘাটে টায়ার পাংচার হয়ে গেলে সেই টায়ার দিয়ে কাজ চালাতে পারেন। গাড়ির ব্যাক পার্টে রাখা এই টায়ারেও যদি পানি জমে সেখানে এডিস মশা ডিম পাড়তে পারে। যার মাধ্যমে ডেঙ্গু রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে। ফলে গাড়ির অতিরিক্ত টায়ার এবং পরিত্যাক্ত টায়ার সবসময় পরিস্কার রাখতে হবে।

গাড়ির গ্যারেজঃ

গাড়ি রাখার গ্যারেজেও পানি জমে থাকতে পারে। অনেকেই আছেন নিজের গ্যারেজেই গাড়ি ওয়াশ করে থাকেন। সেক্ষেত্রে গাড়ি ওয়াশের পরে অবশ্যই খেয়াল রাখবেন আপনার গাড়ি ধোয়ার পানি গ্যারেজের কোথাও যেন জমে থাকতে না পারে। নতুবা এই জমে থাকা পানিতেই ডিম পাড়তে পারে এডিস মশা। তাই অন্তত এই ডেঙ্গুর সিজনে প্রতিদিন আপনার গ্যারেজের আনাচে কানাচে পরিষ্কার করুন এবং পানি জমা থেকে রোধ করুন। তাহলে আর এডিস মশা ডিম পাড়তে পারবে না। আর ডেঙ্গুও আক্রমন করতে পারবে না।

রেডিয়েটরের পানিঃ

গাড়ির ইঞ্জিন কুলিং সিস্টেমের একটি অংশ হচ্ছে গাড়ির রেডিয়েটর। এই রেডিয়েটরে পানির ট্যাংক থাকে। অনেক সময় দেখা যায় রেডিয়েটর পুরোনো হয়ে গেলে রেডিয়েটর থেকে পানি লিক করে বের হয়ে পড়ে বা পড়ার সম্ভাবনা থাকে। এই পানিতেও ডিম পাড়তে পারে এডিস মশা। তাই আপনার গাড়ির রেডিয়েটর ঠিকমতো পরীক্ষা করুন। পানি পড়ে জমে থাকলে বা রেডিয়েটরে লিক থাকলে পানি পড়া বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নিন।

পার্কিং স্পেসের যে সকল স্থান ভালো করে খেয়াল করবেনঃ

পার্কিং এর কর্ণার স্থানগুলো পরিষ্কার রাখুন:

পার্কিং স্পেসের কর্ণার স্থানগুলো খুব ভালো ভাবে খেয়াল করতে হবে, সেখানে কোন পানি জমে আছে কিনা কিংবা এমন কোন পাত্র রাখা আছে কিনা যেখানে অনেক দিনের পানি জমে থাকতে পারে। পার্কিং স্পেসের এই কর্ণার স্থানগুলো আমাদের খুব বেশি খেয়াল করা হয় না। যার ফলে ময়লা রাখার পাত্র কিংবা সৌন্দর্য বর্ধনের কাজে রাখা পাত্র থেকে এডিস মশা জন্ম নিতে পারে।

কোথাও কোন পানি জমে আছে কিনা দেখে নিনঃ

পার্কিং স্পেসে অনেক সময় গাড়ির টায়ার বা অনেক পাত্র পরে থাকতে দেখা যায়, যেখানে পানি জমে থাকার সম্ভাবনা থাকে। আর এই জমে থাকা পানি থেকে ডেঙ্গুর জীবাণুবাহি এডিস মশা বংশবিস্তার করে থাকে। তাই এ সকল বিষয়ে খুব ভালো ভাবে খেয়াল করতে হবে।

দীর্ঘদিন কোন গাড়ি পার্ক করা থাকলে তা পরিষ্কার করুনঃ

অনেক পার্কিং স্পেসে দীর্ঘদিন একটি গাড়ি পার্ক করা থাকে। এমনটা যদি হয় সেখানেও কিন্তু জন্ম নিতে পারে এডিস মশা। দীর্ঘদিন পার্ক করে রাখা একটি গাড়ির এসি থেকে নির্গত পানি কিংবা রেডিয়েটরের জমে থাকা পানি থেকে জন্ম নিতে পারে এডিস মশা। তাই এ দিকে লক্ষ্য রাখুন।

ময়লা ফেলার ঝুরিতে পানি জমে আছে কিনা লক্ষ্য করুনঃ

ময়লার ঝুরি যদি অনেক দিন পরিষ্কার করা না হয়, তাহলে সেখানে ধীরে ধীরে আবর্জনা স্তুপ হতে থাকে এবং পানি জমতে থাকে। যা ডেঙ্গু মশার প্রজনন ক্ষেত্র হতে পারে। বর্তমান সময়ে ডেঙ্গুর ভয়াবহতা আমাদের সকলের জানা। তাই এই ধরনের ছোট বিষয়গুলোকে অবহেলা না করে সতর্কতা বজায় রাখা দরকার।

কথায় বলে Prevention is better than cure. ডেঙ্গুর বেলায়ও এই কথাটি খাটে। ডেঙ্গু যাতে না হয় তাই, এডিস মশার আবাসস্থল ও ডিম পাড়ার জন্য জমে থাকা পানি ও জলাধার ধ্বংস করলেই এডিস মশা বংশ বিস্তার করতে পারবে না।

 75 total views,  1 views today

Share your vote!


Related Posts

To Buy Prohori

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

© 2024